নষ্ট সময়ের মানুষ আমরা
ভালবাসলে আঘাত অনিবার্য
উপকার করলে দাপটে ফিরে আসে চরম অকৃতজ্ঞতা
সেখানেই শেষ নয়
বার বার ফিরে আসে ক্ষতির চাবুক হয়ে
যারা চোর, বাটপাড়
কিংবা সুচতুর প্রতারক
ছলনার জাল পেতে লুটে নেয় গরিবের ধন
জনদরদী হিসেবে সোল্লাসে ফিরিয়ে দেয় খুদ-কুঁড়ো
অথবা সামান্য ভিক্ষা
ঠোঁটের কিনারে থাকে হায়নার হাসি
সৌভাগ্যের অসামান্য ফেরিওয়ালা তারাই
পায় মূর্খ জনতার ফুলেল শুভেচ্ছা
আর ভালো মানুষের পদে পদে জ্বালা
দুষ্টু গরুর গুতোয় ভাঙে ডালপালা
দোষ কার
সময়ের
নাকি দুষ্টু গরুর
নাকি পৃষ্ঠপোষক নেতার

০৮/০১/২০২৪ ইং