আষাঢ়ে ঝরেনি বৃষ্টি শ্রাবণেও মন্দা,
ভাদরে ঝরিছে বারি হয়ে মধুছন্দা।
সাময়িক গরমের মূলোচ্ছেদ ক'রে,
ঝরিছে বাদল বারি দিবানিশি ধ'রে।
সুর-তাল-লয় যেন মেনকা-উর্বশী,
ছন্দ-সুরে মুগ্ধ বসা যতো সর্বদর্শী!
তারি মাঝে আমি বসে ছন্দে বাধি সুর,
নয়নে ভাসে যে মুখ সে যে বহু দূর!
সিক্ত ডাহুকের ডাকে আনে মাদকতা,
বিক্ষিপ্ত মনে কবাট, ছন্দে অবাধ্যতা।
যেন তপ্ত নিদাঘের নিদারুণ তাপ!
উথাল-পাথাল মনে ভীষণ সন্তাপ!
হৃদয়ের শশী দূরে মনে ব্যথা চাষ!
হিমেল বাদল আনে আরো দীর্ঘশ্বাস!!
১৭/০৮/২০২২ ইং