মায়ের মতো এতো আদর ভালোবাসা কার?
কার বুকেতে স্নেহ প্রেমের এমন সমাহার?
ছেলে-মেয়ের দুষ্টুমিতে শাসন করে খুব,
ওদের অসুখ-বিসুখে দেয় কান্না জলে ডুব।
ছেলে-মেয়ের সাফল্যে তার সদা হাস্য মুখ,
অসাফল্যে বুকে জমে পাহাড় সমান দুখ।
মনের যতো দুঃখ-ব্যথা মাকে বলা যায়,
মায়ের মতো এমন বন্ধু কোথায় পাওয়া যায়?
সেই জননীর দুঃখ-কষ্টে ভাঙে না যার বুক,
মায়ের জন্য যার বুকে নেই 'গর্ব' ভরা সুখ,
মায়ের গর্ভে জন্ম নেয়া তারা কুলাঙ্গার,
এসো সবাই জানাই ওদের অনন্ত ধিক্কার!!
১৯/১২/২০২১ ইং