চলছি নদীর উল্টো স্রোতে
সেই বানরের বাঁশে ওঠার গল্পের মত
যতটুকু এগোই পিছিয়ে যাই তারও বেশি
উজ্জ্বল আকাশ আমার কাছে বিবর্ণ
ভোরের শিশির আর সুখ দেয় না আমাকে
নিত্য নৈমিত্তিক বাধার পাহাড়
চলছি তবুও
মায়ের অসুস্থতার সীমা নেই
একটা অসুখে স্বস্তি এলে আসে আরেকটা
এ যেন প্রথম দিকের মাওয়া রোড
একটা নদী বা নালা পার হলে আরেকটা
ডান দিকে সুগভীর উপত্যকা
বাম দিকে অতল সাগর
সম্মুখে চৈত্রের দাবদাহ
পেছনে ঘাতক অবিশ্বাস ও অস্থিরতার দাবানল
অবরুদ্ধ সব পথ
মাঝে মাঝে ডুবে যাই হতাশার অন্ধকারে
আবার নিজেকে বুঝাই- জীবন এমনই
আঁধারের পরে আসে আলো
যতই বুঝাই শুধু ধেয় আসে কালো
২৮/০৩/২৫ ইং