চুরির দায়ে নন্টে-ফন্টে
পড়ছে ধরা অনেক,
একটু জেরা, ধমক-চমক
তারপর জেলে ক্ষণেক!
এরা সবাই মাঠের কর্মী
ধরো নাটের গুরু,
কাণ্ড দেখে অসৎ লোকের
উঠুক কেঁপে ভুরু!
সি বি আই ও ইডির কাণ্ডে
বিচারপতি ক্ষিপ্ত,
তোমরাও কি নন্টে-ফন্টের
সুধার ভাগে তৃপ্ত?
নাকি এসব নাটক ফাটক?
লোক দেখানো চমক?
একটুখানি ক'চলে দিয়ে
দাও সবারে ধমক!
আমরা দেশের আমজনতা
খাই না কারো ভাত,
আমাদের ভাত কাড়ে যারা
যাক তারা নিপাত!
আমার কাছে দেশটা প্রথম
দল নেতা নয় গণ্য,
অপরাধীর ন্যায় বিচারে
হোক না দেশটা ধন্য।
২৮/০৩/২০২৩ ইং