রবীন্দ্রনাথ বিশ্ব বিবেক
রবীন্দ্রনাথ বিশ্ব এক,
তাঁর মুখ ঢাকা কালো টেপে
ওরে তোরা চেয়ে দেখ!
অস্ত গেলেও যার আলোতে
সারা বিশ্ব আলোকময়,
কালো টেপ তাঁর মুখে দিয়ে
কোন গর্দভের হচ্ছে জয়?
কবি গুরুর মূর্তি ভেঙে
কে রেখেছে ধুলার 'পর?
তাঁকে দেখে কোন পাগলের
কাঁপন দিয়ে আসে জ্বর।
কার বাপ-দাদার পাকা ধানে
মই দিয়েছে ওই রবি?
সাধ্য কি তোর পারবি হতে
রবির মতো তুই কবি?
নীল নীলিমার রাঙা রবি
দেয় না রাতে আলো আর,
বিশ্ব কবি রবির আলো
দূর করে সব অন্ধকার।
দিবা-রাতির প্রভেদ ভুলে
দেয় বিলিয়ে আলো তাঁর,
তাঁর আলোতে মূর্খ-বধির
হয় নিমেষে আঁধার পার।
তাঁর আলো কার হয় না সহ্য?
কোন সে গাধা ধর্মের ষাঁড়!?
রবি প্রেমিক কে কে আছিস
ধর না গাধার ত্যাড়া ঘাড়!
১৯/০২/২০২৩ ইং
ফেসবুকে দেখলাম কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কালো টেপ মেরে তাঁর মূর্তি ভেঙে ফেলে রেখেছে ধুলার 'পরে। সেই সব গর্দভ বা গর্দভদের অসহায়ত্ব দেখে আমার করুণা হয়।