সুখ-শান্তির কপালে লেগেছে সূর্যগ্রহণ--
মানবকল্যাণে সৃষ্টি হয়েছিল ধর্ম--
ভণ্ড ধর্ম ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের
কবলে পড়ে ধর্মের অবস্থা এখন
পাগলা কুকুরের তাড়া খাওয়া মানুষের মতো--
রাহু যেমন সূর্যকে ঢেকে ফেলে
অন্ধকার করে দেয় সমগ্র মেদিনী,
তেমনি শতাব্দীর পর শতাব্দী ধরে
ক্ষমতালোভী, ভণ্ড ধর্মব্যবসায়ী ও রাজনীতিবিদেরা
কৌশলে সহজ সরল মানুষের মনে বপন করছে
ধর্মের নেতিবাচক হেমলক বিষ--
অমোচনীয় কালীর মতো আঁধারে ঢেকে যাচ্ছে সমাজ--
বহতা নদীর মতো প্রবল বেগে ছুটে চলছে
ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের স্বার্থের,
ক্ষমতা লিপ্সার লেলিহান শিখা--
হেমলক পান করিয়ে মহান দার্শনিক সক্রেটিসকে হত্যা করেছিল সেকালের ক্ষমতালোভী ভণ্ড ধর্মযাজকেরা--
যিশুখ্রিস্টের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা--
সাধারণ ধর্মপ্রাণ মানুষ এতসব বোঝেনা,
তারা চায় একটু সুখ, নির্ঝঞ্ঝাট জীবনযাপন--
ধর্মের ভুল হেমলক খাইয়ে তাদেরকে
ভুল পথে পরিচালিত করছে একালের ধর্মান্ধরা--
চতুর নেতাদের হীনস্বার্থ চরিতার্থ করতে
জন্ম হয় এসব ভণ্ড ধর্মব্যবসায়ীদের--
পরের বাড়ি-ঘর লুট করে, নারী ধর্ষণ করে,
সম্পদ লুণ্ঠন করে, ঘর-বাড়ি, দোকানপাটে
আগুন জ্বালিয়ে যারা ধর্মের উন্মাদনা সৃষ্টি করে
তারা ধার্মিক হতে পারে না; ভণ্ড--
পর-নারী বা সম্পদ লুন্ঠন যাদের ধর্মীয় দর্শন
তাদের তৈরি হেমলক বিষে নীল হয়ে গেছে
মানুষের হৃদয়, দিবাকরের সোনালি রোদ্দুর--
দাবানলে যেভাবে ধ্বংস হয় নিবিড় অরণ্য,
ধর্মব্যবসায়ীদের হেমলক ধর্মে
তেমনিভাবে জ্বলে পুড়ে ছারখার সাধারণ মানুষের
সুখ-শান্তি ও স্বপ্ন--
যার রোষাগ্নি ছড়িয়ে পড়ছে,
দেশের সীমানা পেরিয়ে, মহাদেশ পেরিয়ে সমগ্র বিশ্বে--
অকারণে যুদ্ধ করা ক্ষত-বিক্ষত নেড়ি কুকুরের মতো
ধর্মান্ধদের প্রচারিত ধর্মের কঙ্কাল
পিচঢালা রাজপথে শুয়ে হাঁপাচ্ছে--
০৮/০৪/২০২১ ইং