আজ পেপারে পেলাম খবর শুনলে পাবে হাসি,
হয়তো শুনে কাঁদতে পারো পরতে পারো ফাঁসি।
মেয়ের বরের প্রেম দরিয়ায় ভাসছে আপন শ্বশ্রু।
এমন খবর জানার পরে মেয়ের চোখে অশ্রু।
বর ও মায়ের এমন কাণ্ডে মেয়ের চোখে বিস্ময়!
যেন পচা মাছের গন্ধ ছড়িয়ে পাড়া ময় ময়!!
চারিপাশে কানাকানি ফুসুর ফুসুর বাড়ে,
জামাই-শ্বশ্রু পালিয়ে যায় সবার চোখের আড়ে।
শ্বশ্রুর কাঁদে বর ও কন্যা জামাতার বউ কাঁদে,
পাশের বাড়ির মুন্নি কাঁদে দারুণ উচ্চনাদে।
মুন্নির কাণ্ড দেখে সবাই হচ্ছে ভীষণ অবাক!
ওই জামাতার সঙ্গে নাকি মুন্নির পিরিত সবাক!!
সমাজের ভাই এ কী দশা! প্রেমের উড়ছে ফানুস,
লজ্জা-ঘৃণা খাইছে গিলে হারিয়ে জ্ঞান ও হুঁশ।
মদ-মাতালের আমার দেশে এমন কাণ্ড অনেক,
পিতার দ্বারা কন্যা ধর্ষণ শুনে ভাবি ক্ষণেক।
অত্যাধুনিক প্রেমের ছোঁয়ায় সমাজ এখন নষ্ট,
এই ধরণীর ধ্বংস আমি দেখতে পাচ্ছি পষ্ট।
২১/১২/২০২১ ইং
শ্বশ্রু- শাশুড়ি
কবিতার প্রথম দুই স্তবকের বিষয়বস্তু অদ্য ২১/১২/২০২১ ইং তারিখের "দৈনিক যুগান্তর" পত্রিকা থেকে নেয়া! চলমান সমাজের বাস্তব চিত্র।বাকিটুকু কাল্পনা প্রসূত।