খেলাধুলা মনকে রাখে
ভীষণ রকম চাঙা,
ছুটির দিনে খেলবে গিয়ে ,
যেখানে পাও ডাঙা।

প্রতি বিকেলবেলা তোমরা
বন্ধু-বান্ধব নিয়ে,
খেলবে খেলা পাশের কিংবা
দূরের মাঠে গিয়ে।

ঘরে অলস বসে থেকে
দুষ্ট বুদ্ধি আটো,
মাঠে গিয়ে খেলা করে
শরীরটাকে ঘাটো।

খেললে ভলো থাকবে শরীর
বাড়বে গায়ে শক্তি,
মোটা-তাজা শরীর দেখলে
কে করবে রে ভক্তি!?

মুঠোফোনে ব্যস্ত থেকে
ক'রছো মেধা নষ্ট,
বিদ্যাবিহীন সনদ পেলও
পরে পাবে কষ্ট।

মোবাইল ছেড়ে পড়া ধরো
খেলো গিয়ে মাঠে,
বিদ্যা বাড়বে, শক্তি বাড়বে
টিকবে চাকরির হাটে।

নইলে কিন্তু সোনার জীবন
উঠবেই উঠবে লাটে!
দেখবে আঁধার, জীবন সূর্য
যাবে চলে পাটে!!

১৩/০২/২০২২ ইং

,