পুজো দিয়ে যাও নিত্য দেবতা পায়ে
বিবেক তোমার রেখেছ তালায় বন্ধ,
দেবতাকে এতো মূর্খ-বধির ভাবো?
রোজ নাকে নেবে তোমার ফুলের গন্ধ!
বিশ্ব-ভুবন সৃষ্টি করেছে যিনি
আকাশ-বাতাস-চন্দ্র-সূর্য-তারা,
ময়লা মনের নোংরা হাতের মালা
তুলে নেবে গলে? ভেবেই আত্মহারা?
দেবতা তো নয় ছোট্ট শিশুর মতো
সহজেই পারো জিনে নিতে মন যার,
যদি পেতে চাও করুণা দৃষ্টি তার
খুলে দাও তবে বন্ধ মনের দ্বার।
পুষ্প অর্ঘ্যে দেবতা নয় তো খুশি
মনের অর্ঘ্য দিয়ে করো তার সেবা,
হয়তো দেবতা আশিস দানিবে শিরে
তোমার ভাগ্য কেড়ে নেবে আছে কে বা!
চেয়ে দেখো কত অনাশী আনত মুখ
ক্ষুধার জ্বালায় নিত্য মরছে ধুঁকে,
তুমি তো রয়েছো অট্টালিকার 'পর
গোলাপ বিছানো বিত্ত-বিলাসী সুখে।
বিত্ত তোমার উঠেছে দারুণ ফেঁপে
ভেবেছ স্রষ্টা করেছে তোমায় দয়া?
নেভার পূর্বে দপ করে জ্বলে বাতি
তোমার জন্য রয়েছে বুদ্ধগয়া।
০৩/১১/২০২১ ইং।