দানবের বীভৎস উৎপীড়নে এখনো অতিষ্ঠ মানুষ
তারা কানা ছেলেকে চুমু খায় বেঘোরে
উড়ায় সুখের রঙিন ফানুস
তার আঁখিকে পদ্মলোচন ভেবে দিশে হারায় আনন্দে
নেচে ওঠে ধা ধিন ধিন ত্রিতাল ছন্দে
আত্মজের প্রতি অন্ধ প্রেম স্বাভাবিক
অথচ বিদ্বেষের বিষ ছড়িয়ে হিংসে করে পদ্মলোচনকে
বেদনা ওঠে ছলকে
তাই তার গতি, প্রকৃতি এবং আঁখি বন্ধ করার মেঘ গর্জন হুমকি
গায়ে চড়ানো খাকি পোশাকের উন্মত্ত দাপট
সাংবিধানিক অধিকার ওদের পৈতৃক সম্পত্তি
নিজেদের স্বেচ্ছাধীন ভোগ্য বস্তু
অহর্নিশি চর্ব-চোষ্য-লেহ্য
হাঁটে আর চাটে
অপরের অধিকার খাতা কলমের সৌন্দর্য বাড়ায়
ভদ্রতার মুখোশের আড়ালে ইতরামির বহ্নি
এখনো জাহেলিয়ার যুগ
ওদের অন্তরে দানবীয় সুখ
ভূত তাড়াতে ওরাই করে ঝাড় ফুঁক
২০/১০/২০২৩ ইং