পাথর চুরি
কয়লা চুরি
শেষে গরু চুরি
গুরু-শিষ্য বলছে হেসে মিথ্যে ঝুরি ঝুরি।
যেদিক তাকাই দেখি শুধু বিশাল চোরের খনি।
ভাইরে বিশাল চোরের খনি।
আমজনতা শূন্য ছালা নিয়ে থাকে চুপ,
ওদের টাকায় চোরের বাড়ি জ্বলে গন্ধ ধূপ!
পাড়ার নেতা চুরি করে গরিব লোকের ধন,
এটা দেবে ওটা দেবে ব'লে করে পণ।
"সরকারি সব সুযোগ দেবো" ব'লে বাহানা,
কাজের বেলায় লবডঙ্কা, বললে দেয় হানা।
অবশেষে সব লুটে খায়
বললে শুধু বুলি কপচায়
যেদিক তাকাই দেখি শুধু বিশাল চোরের খনি
ভাইরে বিশাল চোরের খনি।
আমজনতা শূন্য ছালা নিয়ে থাকে চুপ,
ওদের টাকায় চোরের বাড়ি জ্বলে গন্ধ ধূপ!
নেতা-মন্ত্রীর চৌর্যবৃত্তির পাইনা রে কিনারা!
ওদের লোভে কত মানুষ হচ্ছে বিত্ত হারা।
কেউ বা হারায় জমি-জিরাত
কেউ বা হারায় বাড়ি
পরের টাকায় নেতা-মন্ত্রী চালায় সুখে গাড়ি।
যেদিক তাকাই দেখি শুধু বিশাল চোরের খনি
ভাইরে বিশাল চোরের খনি।
আমজনতা শূন্য ছালা নিয়ে থাকে চুপ,
ওদের টাকায় চোরের বাড়ি জ্বলে গন্ধ ধূপ!
অফিসে যাও অফিসারের পুচ্ছ ভীষণ লাল,
কাজের কথা বললে মা-বাপ তুলে পাড়ে গাল।
টাকা দিলেই কাজ হবে তোর- এমন কথা বলে,
নইলে যা ভাগ- ধমক দিয়ে রাজার মতো চলে।
যেদিক তাকাই দেখি শুধু বিশাল চোরের খনি
ভাইরে বিশাল চোরের খনি।
আমজনতা শূন্য ছালা নিয়ে থাকে চুপ,
ওদের টাকায় চোরের বাড়ি জ্বলে গন্ধ ধূপ!
২০/১০/২০২২ ইং