টপ প্রশাসন চোরকে বলে বীর,
চোর কি তখন থাকতে পারে থির?
আবেগ এসে জাপটে ধরে তায়,
চৌর্যবৃত্তির ইচ্ছে বেড়ে যায়।
ইচ্ছে জাগে মনের ভেতর ফের,
সুযোগ পেলেই করবে চুরি ঢের!
আমজনতার স্নেহ কাতর চোখ,
উপড়ে ফেলে সাজবে মস্ত জোঁক!!
পুলিশ যদি না খুঁজে তার কাজ,
চৌর্যবৃত্তির হবে মহারাজ!
সালাম ঠুকবে ভদ্রলোকে পায়,
তার মতো দাম পাবে না কেউ গাঁয়!
ভিক্ষাজীবীর লব্ধ ভিক্ষা সব,
কেড়ে নিয়ে করবে কলরব!
হরিলুটের মহোৎসবে আর,
বাধার পাহাড় হবে কে বারবার?
আমার এ দেশ চলছে এমনি বেশ!
চোর এখানে পায় না লজ্জা লেশ!
ভদ্রলোকের হয় না মোটেই ঘুম,
সুখের নেশায় চোরের ঘুমের ধুম!!
১০/০৯/২০২২ ইং