বিত্তের জৌলুসে বাড়ে চিত্তের অসুখ,
নির্বিরোধী দয়িতাকে ভাবে সুপ্ত মূক।
প্রত্যাশিত উন্মাদনা ফোটে নাকো ঠোঁটে,
উগ্র কামনার সুখ ললাটে না জোটে।
মনোবাঞ্ছা পূরণেচ্ছু সুহাসিনী খোঁজে,
অলিতে-গলিতে ব্যস্ত থাকে নগ্ন ভোজে।
সুযোগ সন্ধানী নারী ছলনার জাল,
বিছিয়ে বুদ্ধ ধনীর তুলে নেয় ছাল।
পাখির পুরীষ হয়ে লুটায় ধুলায়,
বিমর্ষ বদনে ফেরে নিজ আঙিনায়।
বঞ্চিতা ভার্যায় নিজ বক্ষে নেয় তুলে,
ঢেলে দেয় ভালোবাসা নিজ ব্যথা ভুলে।
জায়ার নির্বাক প্রেম বোঝে না উন্মাদ,
দুর্গতির শৃঙ্গে চড়ে করে পরমাদ।
০৩/০৩/২০২৪ ইং