বহুদিন ধরে মনে মনে ভাবি আঁকবো তোমার ছবি,
এলোমেলো মন, দিবস গড়িয়ে ডুবে যায় রাঙা রবি।
মনের আকাশে তোমার মুরতি কিছুতে দেয় না ধরা,
উপল বিছানো জীবনের পথ, তবুও সোনায় ভরা।
অন্ধ-বধির হয়ে আছি আমি দেখি না তোমার প্রেম,
আলো ভরা আঁখি, তবুও বুঝি না মানিক খচিত হেম।
দু-পায়ের 'পরে ভর দিয়ে হাঁটি এ কী নয় তব দান?!
অন্ধ-পঙ্গু বুঝে কী যে জ্বালা! বেদনা মথিত প্রাণ!
দু-নয়নে দেখি ভোরের আকাশে প্রভাত রবির আলো,
দেখি ফুল পাখি, জোছনার রাতি আঁধার রজনী কালো।
যার চোখ নেই সেই শুধু বুঝে দুর্ভাগা তিনি কত!
অনেক পেয়েছি তবুও আমার হৃদয়ের ক্ষত শত!
তুমি দয়াময়, করুণার বারি, অমিয় শান্তি সুধা,
দয়া করে মনে দাও না জাগিয়ে অনন্ত প্রেম ক্ষুধা।
কাঁড়ি কাঁড়ি টাকা, বাড়ি গাড়ি শত পিপাসা মেটে না তবু,
যত পাই তত পাওয়ার আশায় মানুষ ঠকাই প্রভু।
পঞ্চ ভূতের গড়া এ জীবন যেদিন বিলীন হবে,
আমি ছাড়া আর সবকিছু ভবে এভাবেই পড়ে রবে।
তবু তার পিছে দিবানিশি ছুটি ভাবি না তোমায় কভু,
সব অপরাধ মাপ করে দিয়ো চির দয়াময় প্রভু।
০৭/০৯/২০২৩ ইং