অর্থ অনর্থের মূল সব লোকে বলে,
তবু উপার্জন করে নানান কৌশলে।
চুরি ক'রে, ঘুষ খেয়ে কিংবা সৎ পথে,
উপার্জন করে যারা- চলে স্বর্ণ রথে।
বিত্তহীন অনাদৃত সমাজ-সংসারে,
বন্ধু-আত্মীয়-স্বজন তারে পরিহারে।
অবহেলা করে তারা হয়ে বিত্তবান,
বেদনার বজ্রানলে কাঁদে তার প্রাণ।
যতই থাকুক বিদ্যা, মেধা বহুমুখী,
বিত্তহীন হলে তাকে হতে হয় দুখি।
ব্রাত্য তুমি হবে সেই মানুষের কাছে,
নাম-যশ নিয়ে যিনি সুখৈশ্বর্যে নাচে!
তোমাকে নিজের স্বার্থে বানাবে সে বেণু,
স্বার্থ ফুরালে তোমায় ভাবিবে সে ধেনু।
এমন বন্ধু-স্বজন ছুঁড়ে ফেল দূরে,
ব্যথার মাদল বক্ষে বাজিবে না সুরে।
আত্মমর্যাদা রক্ষায় হও কর্মবীর,
বিত্ত ও সম্মান পাবে, উচ্চ হবে শির।
০৫/০৭/২০২৩ ইং