ও দিদিভাই-
তোমার ভালবাসায় আমি মুগ্ধ হয়ে রই,
তোমায় কিছু দিতে পারি এমন সাধ্য কই?
আছে শুধু কৃতজ্ঞতা--
শ্রদ্ধা ভালোবাসায় ভরা
ক্ষুদ্র একটি মন,
তোমার আদর-ভালবাসায় সিক্ত অনুক্ষণ।
অর্থ-বিত্ত চাও না তুমি
চাও না নাম ও যশ,
তোমার বুকে, আঁখি পদ্মে
ভালোবাসার রস।
ভোরের মৃদু হাওয়ার মতো ব্যপ্ত রাখে মন,
সিক্ত করে আমার হৃদয় তাই তো অনুক্ষণ।
চারিদিকে যারেই দেখি বিত্তে ছাওয়া মন,
লাভ ও লোভের গোলকধাঁধায় ব্যস্ত সর্বক্ষণ।
তাদের আছে অবহেলা, প্রবঞ্চনার ঠাট,
তোমার বুকে ভালবাসার সবুজ-শ্যামল মাঠ।
তারি বুকে লাঙ্গল চাষে আমার ক্ষুদ্র মন,
তোমার আদর-ভালবাসায় সিক্ত অনুক্ষণ।
এমনি করেই জীবন তোমার নদীর মতো ধীরে,
বয়ে বয়ে সুখ বিলিয়ে চলুক তীরে তীরে।
ছড়াক ফুলের সুগন্ধ বাস ঋদ্ধ ক'রে মন,
সিক্ত যেন হতে পারি আমি অনুক্ষণ।
১৬/০১/২০২৪ ইং
বিঃ দ্রঃ মাধুরী দি আমায় ভীষণ ভালোবাসে, উৎসাহ দেয়, অনুপ্রেরণা জোগায়। দিদি একজন জনপ্রিয় বাচিক শিল্পী। আমার প্রতি দিদির কোন দায় নেই, দায়বদ্ধতা নেই। তবুও নানাভাবে সহযোগিতা ক'রে আমাকে প্রতিনিয়ত ঋদ্ধ ক'রে চলেছেন। দিদির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাই মনের ভেতর থেকে দিদিকে নিয়ে এই লেখাটা বেরিয়ে এসেছে। কবিতাটি দিদিকেই উৎসর্গ করলাম।