কালনাগিনীর বিষের ছোঁয়ায়
জ্বলছে আমার দেশ,
মানুষের ঘরে আগুন লাগিয়ে
কেউ কেউ হাসে, বেশ!
সরিষা মধ্যে ভূতেদের বাস
বোঝে না তো জনগণ,
ওঝা সেজে ভূত নিজেকে তাড়িয়ে
কেনে জনতার মন।
গাছের শিকড় কেটে দিয়ে রোজ
জল সিঞ্চন করে,
গাছ মরে যায়, অনায়াসে তিনি
ঢোকে জনতার ঘরে।
প্রচেষ্টা দেখে জনগণ ভাবে
তার মতো আর কেউ,
আমাদের কথা ভাবে না মোটেই,
বোঝে না যে তিনি ফেউ।
ছলনার জালে ফাঁসিয়ে জনতা
আখের গুছিয়ে রোজ,
জনতাকে দেয় মিথ্যা সুখের
চড়ুইভাতির ভোজ।
০৩/০৪/২০২২ ইং