আমার আকাশে একটাই চাঁদ
কী যে অপূর্ব আলো!
চারিপাশে জমা আঁধার তাড়িয়ে
বাসে সে আমায় ভালো।
ছোট-বড়ো মেঘ দুষ্টু খেয়ালে
ধেয়ে আসে তার পানে,
শুভ্র ললাটে পুঞ্জ মেঘেরা
নিঠুর আঘাত হানে।
তার মুখ পানে চেয়ে বসে দেখি
কী যে বেদনার ছাপ!
তপ্ত অশ্রু ঝ'রে পড়ে যেই
টের পাই উত্তাপ।
আমি চাই তার অশ্রু মুছিতে
নাশিতে বেদনা ভার,
অদৃশ্য হাত অলক্ষ্যে থেকে
বাড়ায় যাতনা তার।
কে তুমি? স্রষ্টা? অবুঝ হৃদয়ে
ব্যথা কেন দাও তুমি?
মুছিয়ে অশ্রু তুমি কি পারো না
ছুঁয়ে যেতে মনভূমি?
বেশি দাবি নয়- আমার আকাশ
ভরে দাও শুধু নীলে,
হাসুক ও শশী নির্ভার হয়ে
শিউলি শোভিত দিলে।
২২/০৩/২০২৩ ইং