পুজোর নামে জনগণের পকেট কাটার ধুম,
বাধা দিলে হয়তো বা কেউ হয়ে যাবেন গুম!
টোটোয় চ'ড়ে বৌয়ের সাথে ফিরতে ছিলাম ঘরে,
লম্বা এক বাঁশ নিয়ে অনেক নারী পথের 'পরে
বলছে- টোটো, রোক! রোক! দিতে হবে চাঁদা,
কথা বার্তার দাপট শুনে হয়ে গেলাম হাঁদা!
টোটো চালক বললো হেসে, "নেই তো খুচরো টাকা",
"কত টাকার নোট আছে বল?" বলেই ভীষণ হাঁকা!
ছিন্নমস্তা কালীর মতো রুদ্র মূর্তি নারী,
বলছে- চাঁদা দিলেই তুমি যেতে পারবে বাড়ি।
পথে-ঘাটে চাঁদার চাপে এমন বেহাল দশা,
গরিবের ভাত কেড়ে ওরা খাচ্ছে মাংস কষা!
তোমরা যারা পুজোর নামে ক'রছো দাদাগিরি,
জোঁকের মতো রক্ত চুষে খাচ্ছো গাঁজার বিড়ি,
পুজো করো নিজের টাকায়, কিংবা বাপের টাকায়,
চাঁদার নামে জনগণকে পিষছো কেন চাকায়?
মায়ের পুজোর নামে তোমরা মামদোগিরি ছাড়ো!
পারলে পুজো করো নইলে গঙ্গায় ডুবতে পারো!!
২৪/১০/২০২২ ইং
সবাইকে শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।