রবির আলোয় দিন শুরু হয়, শেষ করে দিন রবি,
আঁধার ভুবন হেসে ওঠে কী অপূর্ব ছবি!
আমার রবির আলো হাসে রাত্রি-দিবস ভর,
সবাইকে সে ভালবাসে কেউ নয় তাঁর পর।
তাঁর আলোয় যার হৃদয় রাঙা সে হয় সুশীল লোক,
নিজের দুঃখ ভুলে করে পরের দুঃখে শোক।
শ্রাবণ এলেই তাঁর বিরহে কেঁদে ওঠে বিশ্ব,
অঝোর ধারায় ঝরে বারি দুঃখে হয়ে নিঃস্ব।
আমার বুকের ক্ষুদ্র তটে তারই ছবি আঁকা,
প্রণাম জানাই হে গুরুদেব! চলুক কালের চাকা!!
তোমার আলোর পীযূষ ধারায় উঠুক বিশ্ব হেসে,
সবাই যেন বিদ্বেষ ভুলে চলি ভালোবেসে।
০৮/০৮/২০২৩ ইং
আজ কবিগুরুর প্রয়াণ দিবস! তার চরণে বিনম্র শ্রদ্ধা জানাই।