আমার ঘরে রোগ বালাইয়ের নিত্য ছলা-কলা,
সে সব বাধার মেঘ সরিয়ে তোমার আমার চলা।
তারই মাঝে একটু হাসি রবি রশ্মির মতো,
আঁধার তাড়ায়, দীপ্তি ছড়ায় ভুলায় দুঃখ যতো।
মেঘের আড়ে সূর্য থাকে তেমনি কথার মাঝে,
লুকিয়ে থাকে আসল কথা খুঁজে দেখো না যে!
ধৈর্য ধরে একটু ভাবো, থেকো না রাগ ক'রে,
অন্ধকারেও দেখবে আলো আসছে কাছে স'রে।
তারই হদিশ যখন পাবে খুঁজবে না আর ত্রুটি,
অসন্তোষের মেঘ তাড়াবে সুখের ভুরুকুটি।
আগাছা নয়; কথার মাঝে খুঁজলে ভালোবাসা,
পঙ্কে জাত পদ্ম পাবে চলবে জীবন খাসা।
২২/০৭/২০২৩ ইং