মন জুড়ানো পায়েস খাবি? আমার সাথে আয়,
চল ছুটে যাই আমার স্মৃতির ছোট্ট সোনার গাঁয়।
সেথায় আছে আমার মায়ের ছোট্ট ছোনের ঘর,
সেথায় পাবি গরুর দুধের মস্ত মোটা সর!
সেথায় দোয়েল-কোয়েল নাচে মাটির উঠোন 'পর,
ভোরের বেলা শুনতে পাবি পাখির গানের ঝড়!
পাখির কিচিরমিচির ডাকে ভেঙে যাবে ঘুম,
দেখতে পাবি কাঠবিড়ালের তুমুল নাচের ধুম।
গাছ-গাছালি, লতা-পাতার ফাঁকে ফাঁকে রোদ,
উঁকি মারে, ঝিকমিকিয়ে জাগিয়ে তোলে বোধ।
সেথায় পাবি স্নেহ-প্রেমের স্বচ্ছ সরোবর,
সবাই সবার আপন গাঁয়ে, কেউ নয় কারো পর।
ইট-পাথরের শহর জুড়ে স্বার্থের উদম নাচ,
গাঁয়ে খুঁজে পাবি না রে এমন নগ্ন আঁচ!
ভোরের হাওয়া আদুল গায়ে সোহাগ ঢেলে যায়,
শহরে বল কোথায় পাবি সজীব-সতেজ বায়?
আমার গাঁয়ে গেলে পাবি খাঁটি দুধের দই,
মায়ের হাতের পায়েস দিয়ে খাবি মুড়ি-খই!
ভুলে যাবি শহরের এ হিংসুটে স্বভাব,
খুব সহজেই হয়ে যাবে সবার সাথে ভাব।
০৪/১০/২০২২ ইং