আমার বন্ধুর তালিকা থেকে ছেঁটে দিয়েছি দু-একটি উটকো নাম
টাকার পাহাড়ে চাপা পড়া বরফ হৃদয় যাদের
অথবা অহংকারের মগডালে চড়ে সুখের সওদা করে যারা
কিংবা বিবস্ত্র, অশ্লীল স্বার্থে যারা মগ্ন
যারা বিপদে এড়িয়ে যায়
বা চতুর ভূষণ্ডি সেজে ঠকায় বারবার
ছেঁটে দিয়েছি তাদের নাম
বন্ধুত্বের জমিন উর্বর পলল ভূমি
এ জমিতে জন্ম নেয় আগাছাবিহীন নির্ভেজাল, নিখাঁদ সুখের শস্যদানা
বন্ধুত্বের মধ্যে নেই কোন কাঁটাতার
নেই আঁকা-বাঁকা ভৌগলিক সীমারেখা
থাকাও উচিত নয় বিত্তের ক্ষতিকারক বেগুনি রশ্মি
বন্ধুত্ব যেন শশী-তারকার সাথে স্বচ্ছ বসুন্ধরার নির্মল মিতালি সম্পর্ক
যেন হাস্যজ্জল কনকচাঁপার সুবাসিত গন্ধ
বন্ধু সে-ই, যে--
বন্ধুর কাছে খুঁজে না স্বার্থের সোনালি সোপান
বন্ধু কখনো ভোরের ক্ষণজীবী শিশির বিন্দু নয়
নয় সু-সময়ের সুযোগ সন্ধানী মাছি
বসন্তের নব পল্লবীত বৃক্ষরাজির মতো
বন্ধু চিরসবুজ, চির অম্লান
বিপদে-আপদে পাশে থাকে, ঠেকায় তুফান
২৬/০৫/২০২২ ইং