তোমার চরণে গুরু অনন্ত প্রণাম,
এই ক্ষুদ্র কবি চিত্তে তুমি শ্রেষ্ঠ নাম।
শ্রাবণে নয়নে ঝরে অবিরল জল,
হৃদয়ে নিঃশব্দে বাজে ব্যথা কোলাহল।
ব্যথার অনল দাহে যেদিকে তাকাই,
তোমা সৃষ্টি সুধারসে জীবন রাঙাই।
চতুর্দিকে মোহময় স্বার্থের উল্লাস,
অপরে বঞ্চিত করে সুখের বিলাস।
তারি মাঝে তপ্ত বুকে শিশিরের মত,
তোমার করুণা রাশি ঝরে অবিরত।
আজিকার এ শ্রাবণে নেই বারিপাত,
তবে কি বঞ্চিতদের এ অভিসম্পাত?
মানবতা রোজ কাঁদে পথের ধুলায়,
দুর্মদ-বেশ্যার কাণ্ডে শরীর গুলায়।
অন্তরে অতৃপ্তি আনে ইতরের চাষ,
প্রকৃতির রুদ্র রোষ করে পরিহাস।
তারি মাঝে তোমা সৃষ্টি সুধা করে দান,
ভুলায় অনন্ত দুঃখ, জুড়ায় এ প্রাণ।
তোমার প্রয়াণ দিনে আকুতি আমার,
কখনো না যেন হই নিষ্ঠুর চামার।
তোমার চরণে গুরু আশীর্বাদ মাগি,
বিত্তহীনে থাকি যেন চির অনুরাগী।
বৈভবের মোহপাশে লুপ্ত হয় জ্ঞান,
কখনো না করি যেন বৈভবের ধ্যান।
০৬/০৮/২০২২ ইং
কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আমার এ ক্ষুদ্র সৃষ্টি তাঁকেই উৎসর্গ করলাম। তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।