গাছের শিকড়-বাকড়গুলো
করছে কী যে শুরু!
ওরাই দেশের হর্তা-কর্তা
ওরাই নাটের গুরু।
যেমন খুশি তেমন করে
কেউ বলে না কিছু,
সাহস করে বললে অমনি
গুণ্ডা লাগায় পিছু।
ঘরেরও খায়, পরেরও খায়
মস্ত বড়ো খিদে,
উপকারের ভান করে কয়
অল্প কিছু ফি দে!
মায়ের সাথে টাংকি মারে
নজর মেয়ের দিকে,
পোষা বিড়াল সেজে ঘরে
ঢুকেই ধরে ঝি কে।
শিকড় যেমন, গাছের দৃষ্টি
আরো এক ধাপ বাড়া,
লোভের ফাঁদে গরিব ধ'রে
কোপ মারে সে খাড়া।
অল্পে তুষ্ট কৃষক-শ্রমিক
বাড়ায় ফাঁদে চরণ,
ব্যাধের শিকার হয়ে শেষে
করে মৃত্যুবরণ।
গাছ ও শিকড় চায় না ভাবতে
ফালতু এসব নিয়ে,
কইয়ের তেলে কই ভেজে খায়
পাপড় ভাজা ঘিয়ে।
২০/১১/২০২১ ইং