যাকে নিয়ে ভাবি, আমায় নিয়ে সে
ভাবতে চায় না জানি,
তবু তাকে নিয়ে ভাবতে আমার
ভরে উঠে বুকখানি।
আমি খুঁজি ফুল, তার চাই মধু
ব্যবধান বেশি নয়,
ফুল যদি থাকে জন্মাবে মধু
বোঝে না সে নিশ্চয়!
গাছের গোড়ায় পারা না দিয়ে সে
উপরে উঠতে চায়,
সস্তার তিন অবস্থা হয়
এ কথা বোঝানো দায়!
এই ব্যবধানে তার ও আমার
রশি টানাটানি খুব,
আমি কাছে টানি, যতনে সে দূরে
শান্তিতে দেয় ডুব।
২৯/০৮/২০২৩ ইং