ওরে ভজা খাবি গজা, খা।
তাই বলে কি পরের পাকা ধানে দিয়ে মই?
যেমন খুশি বন্ধু সমেত করবি রে হইচই?
কাল যদি তোর বাড়া ভাতে আমি ছিটাই ছাই,
কিংবা তোর ওই নারী লোলুপ চোখ দুটো উপড়াই,
কেমন লাগবে বল?
গর্তে যদি পড়ে তোর ওই পা,
হাসি তখন ফাঁসি হয়ে মারবে ভীষণ ঘা।
তখন তোকে দেখবে তোর কোন বাপ?
যাদের নিয়ে মাস্তি করিস তারাই হবে সাপ।
এই ধরণী সূর্যতাপে জ্বলে,
তবুও রোজ যাচ্ছে অস্তাচলে।
তার প্রচণ্ড শক্তির কাছে তুই তো চুনোপুঁটি
নেংটি ইঁদুর কোঁচায় বেঁধে ভাবিস মস্ত খুঁটি।
শান্ত সকাল হঠাৎ মেঘে ঢাকে,
ঝলছে ওঠে বজ্র বিদ্যুৎ, মেঘেরা ডাক হাঁকে।
তোর ললাটে ইঁদুর যদি নাচে,
বুঝবি ঠ্যালা, পুড়বে কপাল তপ্ত লোহার আঁচে।
২৬/০২/২০২৪ ইং