পরের ঘরে আগুন দিতে দারুণ মজা লাগে!
নিজ ঘরে কেউ দিলে আগুন পেট ফুলে যায় রাগে!
হৈ-হট্টগোল ক'রে যারা সভা করে পণ্ড!
অন্যেরা কেউ করলে এমন বলে তাদের ভণ্ড!
চোরা ভাবে এই দুনিয়ার সকল মানুষ চোর!
সবাই ভালো, ভেবে সাধু করে রাত্রি ভোর।
নিজের স্বভাব দিয়ে সবাই পরের বিচার করে,
অকাজ করে চোর ও ভণ্ড অপরের দোষ ধরে।
চুরি করে, গায়ের জোরে নির্বাচনটা জিতে,
মহাসুখে মহারানী কাটেন বিজয় ফিতে।
অন্যরা কেউ জিতলে বলে, করেছে কারচুপি,
নইলে বন্ধু জিতে মাথায় পরতো জিন্নাহ্ টুপি।
হট্টগোল আর চুরি করা যাদের আপন স্বভাব,
ছল-চাতুরি করতে তাদের হয় কি বুদ্ধির অভাব?
পরের ন্যায্য দাবি তারা চায় না মোটেই মানতে,
শিবের গীত গায় অকারণে তারাই তো ধান ভানতে।
নাটুকে ভাব দেখে রানীর অনেক মানুষ হাসে,
মিষ্টি-মণ্ডা খেয়ে দেখি মূর্খরা সব ফাঁসে!
জানে না তো কড়ায়-গণ্ডায় দিতে হবে শোধ!
নইলে জীবন-ইজ্জত যাবে রাখ জেনে নির্বোধ!
চলছে খেলা, চলবে আরো লম্বা সময় ধ'রে!
বুঝবি না রে! পাবার নেশায় আছিস ভীষণ ঘোরে!
১৩/০৩/২০২২ ইং