অনল বাবু বুদ্ধির ঢেঁকি রাখতে আপন জেদ,
আপন জনের পুচ্ছে আগুন দিয়ে করে ভেদ।
সেই আগুনে পুড়ছে নিজে
ব্যথায় আঁখি যাচ্ছে ভিজে
তবুও তার মনের ভেতর জাগে না রে খেদ!
আপনজনকে করতে দুষি খুলে নিজের কাছা,
মহানন্দে পরকে দেখায় অগ্নিদগ্ধ পাছা।
লজ্জা-ঘৃণার ভীষণ অভাব
কাউকে ছোট করাই স্বভাব
কাটা কানে হাত দিয়ে কয়- কেটেছে কান? হাছা!?
০৫/১২/২০২২ ইং
বিঃ দ্রঃ বর্তমানে চরম ব্যস্ত থাকায় প্রিয় কবি বন্ধুদের পাতায় যাওয়ার সময় পাচ্ছি না। আন্তরিক ভাবে দুঃখিত।