আজ সকালে আকাশ ভেঙে নামলো ভীষণ বৃষ্টি,
ধুম গরমে প্রকৃতির এ কী অপরূপ সৃষ্টি!
ঘোর বর্ষণে ভিজলো পাহাড়, ভিজলো নদী-বন,
তারই সাথে ভিজলো আমার গ্রহণ লাগা মন।
ভেজার সুখে আনন্দ পায় শিশু-কিশোর সব,
গাছের ডালে কাক পাখিরাও করছে কলরব।
কদম শাখে কদম্ব ফুল ডগমগিয়ে চায়,
নেচে নেচে তিন্নি সোনা যাচ্ছে আদুল গায়।
শীত মাখানো কুয়াশারূপ বাদল ঝরা ভোর,
মনের বনে রাশি রাশি খুশির ঘনঘোর।
জুবুথুবু কুকুর-বিড়াল এদিক ওদিক ধায়,
মাঠের ভেতর গরু-মহিষ দাঁড়িয়ে আছে ঠায়।
আমের ডালে কাঠবিড়ালী ইতিউতি চায়,
ঘন পাতার নিচে খানিক আড়াল খুঁজে পায়।
ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে মেঘ গুড়গুড় ডাক,
'তিন্নি'- বলে গগন খুড়ো দিচ্ছে জোরে হাঁক।
বাতায়নে বসে আমি পাচ্ছি কী যে সুখ!
সজল মেঘের ডানায় ভাসে প্রিয়জনের মুখ।
বৃষ্টির ছোঁয়া নয়তো যেন তারই হাতের ছোঁয়া,
ঝুম বৃষ্টিতে যায় ধুয়ে যায় মন পোড়ানো ধোঁয়া।
১৯/০৬/২০২২২ ইং