ভূশণ্ডি কাক মস্ত বড়ো নেতা
আটকে গেছে গলায় রুক্ষ ডুরি।
নেইকো কণ্ঠে সিংহসুলভ হুংকার
ললাট জুড়ে উৎকণ্ঠার এক ভুঁড়ি।
কা- কা- করার স্বভাব গেছে ভুলে
ছলা-কলার বায়না নিয়ে ব্যস্ত।
গিরগিটি রঙ প'ড়ে গেছে ধরা
ভাবছে দড়ি করবে কাকে ন্যস্ত।
উচ্চাকাঙ্ক্ষী ক্যাবলা শালিক পাখির
নাকের কাছে ঝুলায় মস্ত মুলো।
নেতার গলার রজ্জু গলায় নিয়ে
খাচ্ছে ক্যাবলা পথের ময়লা ধুলো।
বলিভুকের ভাবনা হয় না বিদূর
খুঁজছে আরো ভারবাহী এক গাধা।
নিজে যেন ধোয়া তুলসী পাতা
সেজে আছে বৃন্দাবনের রাধা!
২০/১১/২০২২ ইং