মানুষ থেকে অনেক ভালো ছায়াঘেরা অরণ্য,
ছায়া বিলায়, অক্সিজেন দেয় ভালোবাসায় স্মরণ্য।
অহংকারী আদম শুধু পিটায় নিজের ছেঁড়া ঢাক,
উনিশ থেকে কুড়ি হলেই পাড়ে ভীষণ ডাক ও হাঁক।
পশুরূপী মানুষগুলো ধ্বংস করে বনাঞ্চল,
ধ্বংস করে মানবদেহের বেঁচে থাকার বায়ুর কল।
বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড টেনে নিয়ে বক্ষে তার,
জীবনদায়ী অক্সিজেন দেয় ওই অরণ্য উপহার।
বৃক্ষরাজির সবুজ পাতা চোখের জন্য খুব ভলো,
বৃক্ষ শেখায় উদার হতে, মনে জ্বালায় বেশ আলো।
গাছ আমাদের উপহার দেয় পুষ্টি ভরা নানান ফল,
গাছের মতো উপকারী বন্ধু কোথায় পাবি বল!?
ধ্বংস করা খুব তো সহজ আয় না সবাই গাছ লাগাই,
যত্ন করে গাছ লাগিয়ে ধুঁকতে থাকা প্রাণ বাঁচাই।
গাছকে ভালোবেসে সবার ভালোবাসার চর্চা হোক,
বৃক্ষ বাঁচলে জীবন বাঁচবে সুখে থাকবে মর্ত্যলোক।
০৬/০১/২০২২ ইং