বিক্ষুব্ধ রোদের ডানা ছেঁটে দিয়ে বারি,
শীতল করেছে ধরা ঢেলে কৃপা তারি।
রুক্ষ গাছের শাখায় সবুজ আবার,
হেসেছে অলীক হাসি, মুগ্ধ চারিধার।
কৃষকের মুখে হাসি, ফসলের গায়ে
এসেছে যৌবন ফিরে নাচে মৃদু বায়ে।
পাখির কুজন শুনে গাছের ছায়ায়,
ক্লান্ত পথিক, কৃষক সুখে নিদ্রা যায়।
আম-জাম-কাঁঠালের শাখায় শাখায়,
মহানন্দে অলিকুল গুন গুন গায়।
মোহময় প্রকৃতির কী বিচিত্র রূপ!
লোভী মানুষের দোষে কখনো বিরূপ!!
কখনো ঝড়ের রূপে ধরণী কাঁপায়,
কখনো বা অসময়ে ফাগুন রাঙায়।
১১/০৫/২০২৪ ইং