কারে আমি পুজো দিবো, বলো?
কোন ভগবান আসবে আমার দ্বারে?
নিত্য দেখি নারীর লজ্জা হরণ
সাধ্য কি তার হায়না রুখতে পারে?
গরিবের ধন লুটে সুখি দস্যু
ওদের দুঃখ বাঁধা অশ্রু তারে!
স্বর্গ-মর্ত্য-পাতালে কেউ আছে
এই অনাচার রুখে দিতে পারে?
নিত্য দেখি মেয়ে শিশু ধর্ষণ
একই চিত্র দেশে, দেশের বাইরে।
সে সব পশু হাওয়া মেখে গায়ে
ঘুরে বেড়ায়, দেখার তো কেউ নাইরে।
এতো অনাচারের মধ্যে থেকে
কারো কি আর ভক্তি-শ্রদ্ধা থাকে?
মানুষ তাকেই ভালোবাসে যিনি
পাশে থাকে সর্ব দুর্বিপাকে।
বিশ্বাসের আজ হয়ে গেছে মৃত্যু
বাপের কাছে নয় নিরাপদ কন্যা,
যেদিক তাকাই দেখি শুধু ধ্বংস
অপকর্মের বইছে যেন বন্যা।
০৭/১২/২০২২ ইং