এখনো যাদের ভাঙেনি গভীর ঘুম
স্বচকিত হয়ে চেয়ে দেখো চারিদিক,
ভাঙেনি কেবল তিলোত্তমার ঘর
বিষের বিষাণে ঘিরেছে তোমায় ঠিক।
ও পাড়ার মেয়ে নয় কি তোমার কেউ?
আদিমতার এ বানভাসি আলোড়ন,
তোমার বাড়ির দেয়ালে ঠেলেছে জল
চুপ থাকো যদি ভাসাবে তোমারও ধন।

মান বাঁচানোর আদিম উপায় লড়া
দুর্বল যারা খেয়ে যাবে রোজ মার,
শক্ত দেয়াল দূর্বৃত্ত কি ছোঁয়?
ভাবে শতবার ধরার পূর্বে ঘাড়।
স্বীয় সম্মান বাঁচাতে লড়াই চাই,
দুর্বৃত্তের চরণে নিয়ো না ঠাঁই।

২৫/০৮/২০২৪ ইং