বিসর্জনের বাদ্য বাজে
ঢ্যাম কুরকুর নাচ,
তারই শব্দে উঠছে কেঁপে
লতা-পাতা-গাছ!
বাদ্য শুনে বাচ্চা-কাচ্চার
তুমুল নাচের ধুম,
ভয়তে কেঁপে ভণ্ডরা দেয়
মায়ের পায়ে চুম!
ছাপ্পা মারা দাগি লোকের
বড়ই দুঃসময়,
পাড়ার দাদা-কাকা বলছে-
ও আমার কেউ নয়!
বলছে কাকা- আমি নিপাট
সজ্জন ভদ্দর নোক,
আমি কি আর চিনতে পারি
রক্ত চোষা জোঁক!
কাটমানিবাজ মহাসুখে
খাচ্ছে জেলের ভাত,
তাদের গুরু, মহাগুরু
নিচ্ছে ধুয়ে হাত।
তাই না দেখে কবির কলম
আগুন জ্বালে রোজ,
ভুল করেছে বলে গুরু
দেয় চোরাদের ভোজ!
১৬/০৩/২০২৩ ইং