বিষাদী বিকেল কানে কানে কয়- দেখো, সমুখে আঁধার,
সকালে বিকালে যা কিছু করেছ ছড়াবে কি আলো তার?
তোমার বাগানে পারিজাত কলি দেয় কি সুরভি বাস?
নাকি ঝ'রে গেছে কুয়াশার ভাপে তুমি করো হাঁসফাঁস।
ফিরে চেয়ে দেখি জীবনের পথে হতাশা মেশানো ছবি,
যা কিছু করেছি কালিমায় মাখা ভুলে গেছে সবে সবই।
আমার বাগানে যত্নে লালিত পারিজাত দুটি ভুলে,
চলেছে বিপথে, দিশাহীন চলা আমি বিষাদের কূলে।
কত না স্বপ্ন, ভালবাসা মাখা রৌদ্রোজ্জ্বল ভোর!
কিশোর সকাল যেতে না যেতেই ছেয়েছে আঁধার ঘোর।
সমুখে দীপ্ত নিদাঘ দুপুর তপ্ত রোদের ভাপ,
ঢিলে ঢালা চলে প্রস্তর ভূমে কী করে রোধিবে চাপ!?
সব ভুলে গেছি, ভুলে যেতে চাই, শুধু চাই দুটি ফুল,
শ্বাপদে ভরা এ ধরণীর বুকে সব বাধা নির্মূল,
অনায়াসে ক'রে সততার পথে জীবনের বাঁকে বাঁকে,
উপল মাড়িয়ে, প্রসূন ছড়িয়ে চলুক দুর্বিপাকে।
০৭/১০/২০২৩ ইং