তুমি তো বোলতা চাষি, বোলতার করো চাষ
সূর্যমুখী হাসি টেনে মুখে ক'রে যাও সর্বনাশ
ওদের দিয়ে হুল ফোটাও সুখে
তুমি ওদের মদতদাতা
আমি সুরভিত ফুলবাগানের মালি
গোপনে আমার বাগানে আগাছা জন্মাও
জন্মাও অজস্র কাঁটা ঝোঁপ
ওদের সাহায্যে আমার বাগানে সন্ত্রাস ছাড়াও রোজ
আমি স্বদেশ প্রেমিক চাষি
নিজ হাতে সাফ করি আগাছা ও কাঁটা ঝোঁপ
আগুনে পুড়িয়ে মারি হুল ফোটানো বোলতা
আপন বাগান শত্রু মুক্ত রাখা দেশ প্রেমিক বীরের ধর্ম
আমাকে খুনি না বলে সাবধান হও
সাপের কামড়ে সাপুড়েও মরে
কুমিরের পেটে যায় কুমির পালক
তোমার সৃজিত দুর্ধর্ষ বোলতা তোমাকে ফোটাবে হুল
হয়তো ফোটাচ্ছে রোজ
বন্ধ নয়ন মেলে ওহে, দেখো না ক'রে খোঁজ
০১/১০/২০২৩ ইং