আগে কষ্ট সুপ্ত ছিল বুকের ভেতরে
এখন তা সারা অঙ্গে
যেন পাড় ভাঙ্গা জলের উছলে পড়া ঢেউ
দেখি বিকারগ্রস্তেদের সুখের পরগনা চারিদিকে
কাউকে পেটাতে পেটাতে সুরের তালে তালে তাথৈ নাচ
আবার কাউকে চ্যাংদোলা করে ধরে অন্যেরা পিটায়
পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে যায়
হাত বদলে যায় চাবুকের
শুধু ক্লান্ত হয় না যে মার খায় সে
নিথর নিস্তেজ হয়ে যায়
হয়ে যায় শীতল পাথর
তবুও সে অপেক্ষায় থাকে আঘাতের পর আঘাতের
নিঃস্ব মানবতার নিঠুর বিশ্বে আজ
মারার ও মরার চলছে নিখুঁত রাজ

২৬/০৯/২০২৪ ইং