কথায় কথায় ডিভোর্স দিলে হয়তো মা ও বাবার,
ক্ষতি খানিক উসুল হয়ে সঙ্গী জোটে আবার।
নতুন ময়ূর পুচ্ছ লাগে জীবন পথের বাঁকে,
ঘাস ফড়িংয়ের লম্ফ-ঝম্পে খুশির নিশাস হাঁকে।
অবিমৃষ্যকারী কাজের লৌহ খেসারত,
দিচ্ছে তাদের উত্তরসূরী হারিয়ে জীবন পথ।
কচিকাঁচা ছেলে-মেয়ে পায় কি যত্ন-আদর?
বিনা দোষে গায়ে চড়ায় অবহেলার চাদর।
অযত্ন আর অবহেলায়
পদে পদে, ধাক্কায় ধাক্কায়
অনায়াসে জীবন খোয়ায় তারা,
ফুলের মতো জীবনটা হয় তমায় ভরা কারা।
দাদু-ঠামমা, কিংবা মামা, দাদা-দিদার কাছে,
আগাছাদের মতো বাড়ে বেপরোয়া ধাঁচে।
মনটা তাদের কুঁকড়ে থাকে নিজকে ভাবে বোঝা,
এমনিভাবে বেড়ে ওঠা নয়তো মোটেই সোজা।
কেউ বা হারায় রোগে-শোকে, কেউ বা মন্দ কাজে,
জড়িয়ে জীবন সমাজ দেহে ফোঁড়ার মতো রাজে।
সুখের খেলায় মত্ত হয়ে আনলে যাদের ধরায়,
তাদের ফেলে অনাদরে
করছো ডিভোর্স সুখের তরে
কোন আনন্দে ভুগছো তোমরা বিবেক-বুদ্ধির খরায়?
২৬/০১/২০২৪ ইং