ভূতটা ছিল গাছের আড়ে
দেখেনি তা ভুতো,
চলছিল সে আপন মনে
পড়লো খেয়ে গুঁতো।
তড়িৎ বেগে উঠে দেখে
মামদো ভূতের ছাও,
মিট মিটিয়ে হাসছে দেখে
জ্বলছে ভুতোর গাও।
বললো রেগে- এতো সাহস!
ভাঙবো তোর আজ ঠ্যাঙ,
ভয়তে ছানা উঠছে গাছে
যেন কোলা ব্যাঙ।
অমনি ভুতো লাফ দিয়ে তার
পা ধরে দেয় টান,
ব্যথায় ছানা কাদঁছে যেন
গাইছে করুণ গান।
বাচ্চার কান্নায় মামদো ভূতটা
এসে ভীষণ তেড়ে,
ভুতোর গায়ে ঘুষি মারে
ভুতোও দিল ঝেড়ে।
লাগলো দুজন দারুণ লড়াই
কে জিতে কে হারে?
শেষাবধি ভুতোর মারে
ভূতটা প্রাণ ছাড়ে।
১৮/০৭/২০২৩ ইং
শিশুতোষ ছড়া