রমা সাহেব শিক্ষিত লোক বড়ো চাকরি করে,
নিয়মিত বউকে পেটায় চুলের মুঠি ধ'রে।
অশিক্ষিত পাড়ার মূর্খ মানুষগুলো ভাবে,
বিদ্যা শেখা মূর্খগুলোই পাড়ার সম্মান খাবে।
কাণ্ড দেখে সবাই হাসে, করে কানাকানি,
এতে নাকি রমা বাবুর হচ্ছে মানের হানি।
বউ পেটানোর কালে একদিন শুনে হাসি রমা,
বললো এসে, অসভ্য! তোর চাইতে হবে ক্ষমা।
পাড়ার লোকে বললো খেপে, নেই কি তোমার শরম?
বউ পিটিয়ে এসে আবার দেখাও খানিক গরম!
তোমার কাণ্ড দেখে লাজে মরি সবাই আমরা,
তুমি দেখছি এ পাড়াতে শিক্ষিত এক দামড়া।
তুমি ছিলে আমাদের এ পাড়ার সবার গর্ব,
তোমার আপকর্মে হচ্ছে সবই এখন খর্ব।
এখন থেকে এমন কর্ম করতে হবে বর্জন,
"নইলে পাড়া ছাড়তে হবে"- করলো সবাই গর্জন।
গতিক মন্দ দেখে রমার গিন্নি নেমে এসে,
"মাপ করে দাও" হাত জুড়ে কয় মিষ্টি মধুর হেসে।
বললো একজন, দেখে শেখো যাকে তুমি মারো,
তোমার প্রতি ভালোবাসা তার কতটা গাঢ়।
১১/১২/২০২১ ইং।