আসি ব'লে কাশী গেছে আমার ছোট্ট খোকা,
এমনি করেই দিন-দুপুরে দিচ্ছে আমায় ধোঁকা।
মনটা যে ওর হারিয়ে গেছে তেপান্তরের মাঠে,
সকাল-সন্ধ্যা গুলিয়ে ফেলে খাম-খেয়ালির হাটে।
নবীন বয়স, সজীব বাতাস দিচ্ছে মনে দোলা,
ফুড়ুৎ পাখি উড়ে বেড়ায় ভীষণ আত্মভোলা।
পড়ালেখায় মন বসে না, মুঠোফোনে দৃষ্টি,
উদাস মনে বাইরে ছোটে দেখে না রোদ-বৃষ্টি।
কোন কিছুই ভাল্লাগে না, কথায় কথায় রাগে,
ঘরের খাবার ছাড়া বাইরের সবই ভালো লাগে।
সবজি-মাছে এলার্জি খুব, লাগে চাওমিন ভালো,
চিলি চিকেন, পলান্ন ভাত চোখে জ্বালে আলো।
ডাইনে যেতে বললে তড়িৎ যায় ছুটে সে বামে,
দিন-দুপুরে মোবাইল নিয়ে কাঁথার নিচে ঘামে।
বৈসাদৃশ্য কাণ্ড দেখে যদি বলি কিছু,
লাগছে ভীষণ ঠাণ্ডা বলে মাথা করে নিচু।
বেভুল পথে নদীর মতো বইছে ওদের যৌবন,
মুঠোফোনের মধ্যে ওরা পাচ্ছে খুঁজে মৌ-বন।
একাদশী চাঁদের মতো জীবনের পথ বাঁকা,
মেঘে ঢাকা সূর্যের মতো সুগম্য পথ ঢাকা।
০২/০৪/২০২২ ইং