বুকের গভীর থেকে উঠে আসা স্বর
কবিতার পংক্তি হয়ে ঝ'রে পড়ে রোজ,
কারো বুকে ঝড় তোলা ভালোবাসা নদী
কবির কলম চুপে করে নেয় খোঁজ।
কবির হৃদয় পটে ধরা দেয় প্রেম
দখিনা মলয় হয়ে ঝিরিঝিরি বয়,
কখনো বাদল হয়ে মাদল বাজায়
কবি ও কবিতা সুখে চুপ কথা কয়।
দুঃখ ও বেদনা যত কবির কলম
শুষে নিয়ে ঢেলে দেয় লেখার পাতায়,
অলি হয়ে মধু লোটে সংবেদন মন
ভালোবাসা মেলে ধরে হৃদয় খাতায়।
কবির হৃদয়খানি বিশাল সাগর
ঢেলে দেয় বিকশিত কুসুম সুবাস,
সেই হৃদে অহমিকা ভুজঙ্গের বিষ
পাঠক হৃদয়ে বয় বেদনার শ্বাস।
২১/০৩/২০২৩ ইং
বিঃ দ্রঃ কাজের চাপে ভুলেই গিয়েছিলাম আজ "বিশ্ব কবিতা দিবস"। অতি আপনজন কৌশিকদা, "বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী", একটা লেখা দেয়ার জন্য ভীষণভাবে উৎসাহিত করলেন। তারই প্রেক্ষিতে স্বল্প সময়ে এই লেখা। কবিতাটি কৌশিকদাকে উৎসর্গ করলাম।(লেখাটা গতকাল রাত নটায় লেখা)।