এ তো মৃত্যু নয়- বেদনার নীল গিরি
শান্ত সমুদ্রের বুকে আছড়ে পড়া উন্মত্ত ঘূ্র্ণাবর্ত
অন্ধকার পথে যাত্রা শুরু দুটি অবুঝ শিশুর
তোর গর্ভজাত দুটি ফুটফুটে অবোধ সন্তান
নিষ্ঠুর নিয়তির খেলায় যারা হারিয়ে ফেলেছে স্নেহময়ী মাকে
এখনো তাদের মুখে ভালো ক'রে ফোটেনি কো ভাষা
আধো আধো মুখে মা ডাকের মায়া কাটালি কিভাবে, মা?
এ কি অভিমানের পদযাত্রা?
নাকি নিষ্ঠুর নিয়তির নিদারুণ খেলা?
খুশির সাগরে ভেসে ভেসে যাদের দেখাতি চাঁদ-তারা
আকাশের বুকে তোকে তারা খুঁজবে হয়ে রে বাক্যহারা!
কী করে ঘুমিয়ে আছিস ওদের ছেড়ে!
হৃদয় নদীতে কান্না বারি যাচ্ছেই কেবল বেড়ে
হারিয়ে ফেলেছি ভাষা--
অশ্রু নয়- নয়ন যুগলে বইছে ঝরনাধারা
তোর শেষ কলটি ধরতে পারিনি, ক্ষমা করে দিস, মা
মৃত্যু নদীতে হারিয়ে গেছে অনেকেই
কিন্তু তোর অকাল প্রয়াণে হৃদয়ে বইছে রক্তক্ষরণ
যেন বাধাহীন প্রস্রবণ
পরপারে ভালো থাকিস মা
খেয়াল রাখিস তোর অবুঝ সন্তানদের
"সীমান্তি, তোর অকাল প্রয়াণ যায় কি কখনো মানা?
কে খাওয়াবে তোর সন্তানে বল আদর-সোহাগে খানা?"
১৪/০৭/২০২২ ই
সীমান্তি মন্ডল (ভাইপোর স্ত্রী) গত ১৩/০৭/২০২২ ইং তারিখে পথ দুর্ঘটনায় তার দুটি অবুঝ ছেলে-মেয়েকে ফেলে চলে গেছে পরপারে।