বেদনার মালা ছিঁড়ে ছুঁড়ে ফেল জলে,
সৃষ্টির সুধায় মেতে থাকো প্রতি পলে।
আসা-যাওয়া জীবনের চিরায়ত রীতি,
কেউ চলে গেলে কেন ঘিরে ধরে ভীতি?
প্রিয়জন চলে গেলে স্মৃতি নিয়ে তার,
বিরহে কাতর হয়ে কেন কাঁদো আর!?
আমি-তুমি কোনদিন হঠাৎ এমন,
পৃথিবীর মায়া ছেড়ে বুজিব নয়ন।
কর্মের নিগড়ে বেঁধে জীবনের গতি,
বিয়োগ ব্যথায় পারো টেনে দিতে যতি।
ফুল ফোটে, পাখি গায় অপরের জন্য,
সেভাবে কর্মে জীবন গড়ে হও ধন্য।
কদিনের এ ধরণী?- ছেড়ে যেতে হবে,
বেদনা কাঁটায় কেন সৃষ্টি থেমে রবে?
বেদনার ডামাডোলে ভাসালে জীবন,
জীবন নিশ্চল হবে দ্বীপের মতন,
গতিহীন, অনুর্বর হয়ে রবে তুমি,
চুমিবে বিশুদ্ধ তমা তব মনভূমি।
হবে না নিজের ভালো, হবে না কারোর ,
সৃষ্টির সুধায় দূর করো তমা ঘোর।

১৪/০৫/২০২৪ ইং

শুক্লাদি (শুক্লা বোস) একজন দারুণ প্রথিতযশা কবি। আমি দিদির লেখার ভীষণ ভক্ত। কিছুদিন আগে অনেক রোগ যন্ত্রণায় ভুগে দিদির স্বামী পরপারে চলে যান। দিদি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তখন তাঁকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কবিতার সূত্রপাত করেছিলাম। কিন্তু কবিতাটি তখন শেষ করা হয়ে ওঠেনি। আজ কবিতাটি শেষ করলাম। কবিতাটি শুক্লাদি কে উৎস্বর্গ করলাম--