চারিদিকে জল করে কোলাহল ভেসে গেছে নদী-মাঠ,
ভেসে গেছে বিল, যুবতী ফসল গবাদি পশুর হাট।
বাড়ি-ঘর, গাছ দ্বীপের মতন দাঁড়িয়ে রয়েছে ঠায়,
গরিবের পেটে ক্ষুধার ইঁদুর ছুটে ছুটে মজা পায়।
বড়ো রাস্তায় শত শত লোক টোঙ বেঁধে করে বাস,
গাদাগাদি ক'রে গরু ও মহিষ, আরো আছে পাতিহাঁস।
প্যাঁক প্যাঁক রব, শিশুর কান্না বানের জলের তোড়,
তার সাথে জোঁক, বেড়েছে ভেকের গলায় ভীষণ জোর।
বন্যার জল আরো বাড়ে বুঝি, বুড়োদের মাথা নিচু,
নগ্ন শিশুরা মলিন অর্ধ-বসনা মায়ের পিছু।
ত্রাণের আশায় খুদ-কুড়ো খেয়ে বসে বসে দিন গোনা,
ত্রাণ এলো যেই সাড়া পড়ে গেল মনে হ'ল এলো সোনা।
থালা-বাটি নিয়ে সবাই সবার আগে যেতে সে কী তাড়া!
ত্রাণ দিতে যারা এসেছিল দেখে ভীষণ বাক্য হারা।
আজো মনে পড়ে আমিও ছিলাম ওই অভাগার দলে,
কিশোর তরুণ সাঁতার কেটেছি বন্যার ঘোলা জলে।
কখনো ছোট্ট নৌকায় চড়ে বেড়িয়েছি সারাদিন,
বেদনা মথিত সেই স্মৃতি মনে এখনো বাজায় বীণ।
সবকিছু আছে আগের মতন আমি নেই সেইখানে,
শেষ ঠিকানায় যাবার পূর্বে পল্লী স্মৃতিরা টানে।
০৩/১০/২০২৩ ইং
১৯৮৮ সালে বাংলাদেশে প্রলয়ংকারী বন্যা হয়েছিল। শত শত মানুষের সাথে আমিও এক মাস রাস্তায় ছিলাম আমার পরিবারের সাথে।