বড়ো হতে বড়ো মন চাই, চাই বিশুদ্ধ শিক্ষা,
সব মানুষকে ভালোবাসার থাকতে হবে দীক্ষা।
ছোট-বড়ো, ধনী-গরিব- করে না যে ভেদ,
জাত ও পাতের ছোঁয়াচে রোগ বাড়ায় মনে খেদ।
প্রাতিষ্ঠানিক শিক্ষার জোরে
কাঁড়ি কাঁড়ি টাকার ঘোরে
বড়ো চেয়ার পাওয়ার জন্য করে না যে জেদ,
তিনিই পারেন বড়ো হতে ঘুচিয়ে বিভেদ।
বিদ্যাসাগরের মতো যার বিশাল উদার মন,
তিনিই বড়ো, হতে পারেন সবার প্রিয়জন।
শিক্ষা সনদ, বিত্তে যাদের বাড়ে অহংকার,
স্বয়ং ভাবে বড়ো মানুষ শক্ত রেখে ঘাড়,
মানুষ তাদের ঘৃণা করে
গরিব হলেও দূরে সরে
আত্মসম্মান বজায় রাখতে যায় না কাছে আর।
অর্থ-বিত্তে রতন টাটার আকাশ ছোঁয়া নাম,
দীন-দরিদ্রের প্রতি প্রেম ও ভালবাসার ধাম।
সবাই করে তার গুণগান
ভালোবেসে দেয় তারে মান
শ্রদ্ধা ভরে মানুষ তাকে বলেন ভগবান।
মানব প্রেমের সতেজ সমীর- ভাব নেই তার মনে,
তাকেই বড়ো জেনে শ্রদ্ধা করে সর্বজনে।
১৬/০৩/২০২৪ ইং