আজ যে কন্যা বধূ হয় সে কাল
শ্বশুর বাড়ি গিয়েই তারা হয় যে বেসামাল
নতুন বাড়ি, নতুন পরিবেশ,
সবার সাথে মানিয়ে নিতে সময় লাগে বেশ।
চিরচেনা মানুষগুলো নেই,
উচিত কর্ম ভাবতে গিয়েই হারিয়ে ফেলে খেই।
খাবার গুলোর অচেনা এক রঙ,
ইচ্ছে হলেও বাড়ির মতো যায় না করা ঢঙ।
সবার মনের মতো হওয়া নতুন বধূর কাজ,
একটু এদিক-ওদিক হলেই ছোটে কথার বাজ।
সবার মধ্যে থেকেও মনে বাজে একার সুর,
বর বেচারা কাজে-কর্মে থাকে খানিক দূর।
বুকের ভেতর স্রোতস্বিনীর উথাল-পাথাল ঢেউ,
কান্না হয়ে ঝরতে ব্যকুল, বোঝে না তা কেউ।
এমন পরিবেশে--
শ্বশুর বাড়ির লোকের উচিত কথা বলা হেসে।
দোষ না ধ'রে সবার উচিত বাড়িয়ে দেয়া হাত,
কষ্টে যেন চোখ নদীতে না বয় অশ্রুপাত।
শ্বশুর-শ্বশ্রূ তাকে যদি ভাবে আপন কন্যা,
অস্বস্তি তার কেটে গিয়ে বইবে খুশির বন্যা
তবেই বাড়বে সবার প্রতি আস্থা, ভালোবাসা,
ফুলের সুবাস ছড়িয়ে তার কাটবে জীবন খাসা।
নতুন বধূ তবেই হবে ফুল বাগিচার ফুল,
ছাড়াবে সে সুগন্ধ বাস হবে না যার তুল।
৩০/০৯/২০২৩ ইং